আরিয়াল মাদ্রিদের আজ ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। জন্মদিনে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নেমেছিল ১৩ বারের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। রিয়ালের জন্ম-উৎসবে ভাটা তৈরি করতে পারেনি সোসিয়েদাদ। করিম বেনজেমা, লুকা মদরিচ, এদুয়ার্দো কামাভিঙ্গা আর মার্কো আসেনসিওর গোলে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল। টনি ক্রুস চোটে, তাঁর জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কাসেমিরো খেললেও, আগামী বুধবারে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে।
ক্রুস-কাসেমিরোকে ছাড়া মেসি-নেইমারদের বিপক্ষে রিয়ালের মাঝমাঠ কীভাবে সামলানো যায়, গত রাতে কামাভিঙ্গাকে নিয়ে সেটার একটা ‘পোশাকি মহড়া’ দিয়েছেন লুকা মদরিচ। সেখানে লেটার মার্কস পেয়ে সফল দুজনই। রিয়ালের প্রথম দুই গোল এসেছে এই দুজনের কাছ থেকে।
তবে ম্যাচের দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দিয়েছিলেন মিকেল ওয়ারসাবাল। বর্ষীয়ান মিডফিল্ডার দাভিদ সিলভাকে বক্সে ফেলে দিয়ে সোসিয়েদাদকে ‘পেনাল্টি’ উপহার দেন দানি কারভাহাল। সেখান থেকেই গোল করে এগিয়ে যায় তারা। জন্মদিনের খুশির আমেজে বেসুরো গান বেজে ওঠে কি না, সেটি নিয়ে ততক্ষণে শঙ্কায় পড়ে গিয়েছিলেন রিয়াল–ভক্তরা।